শ্রী ভূতনাথ ও মাতা পার্বতীর বিবাহে মাতলেন দত্তপাড়া বারোয়ারী দেল পূজা কমিটি।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতায:- কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। রাত পোহালেই নববর্ষের আনন্দে মাতবেন আপামর বাঙালি। তার আগে একটু অন্যরকম আনন্দে মাতলেন গঙ্গারামপুর শহরের দত্তপাড়ার সার্বজনীন দেল কমিটির সদস্যরা চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছর গঙ্গারামপুর শহরে দত্তপাড়া বারোয়ারী দেল গাজন উৎসবের মেতে ওঠেন। একমাস ধরে চলে নানান কর্মকাণ্ড এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে আয়োজন করা হয় শ্রী ভূতনাথ ও মাতা পার্বতীর বিবাহ।রবিবার রাতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে রীতিমতো প্যান্ডেল ও ছাদনাতলা সহযোগে আয়োজন করা হয় শিব পার্বতীর বিয়ের। যা দেখতে ভিড় জমায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন। বিয়েতে কোন কিছুর খামচি রাখেনি উদ্যোক্তারা হয় মালা বদল ও সিঁদুর দান সাত পাকে ঘোরানো হয় নববধূ ও বরকে এরপর মিষ্টিমুখ করানো হয় বিয়ে দেখতে আসা ভক্তদের। পাশাপাশি রাত হতেই শহরের বিভিন্ন দেলের পক্ষ থেকে ছাড়া হয় হাজরা। গাজন সন্ন্যাসীরা বিভিন্ন দেবদেবী সহ বিভিন্ন রূপে সেজে হাজরার নাচে অংশগ্রহণ করে। এরপর গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুরের শিববাড়ি, বোরডাঙ্গী, শিয়ালকুড়ি শ্মশানে পুজো করে গাজন সন্ন্যাসীরা। এদিন গঙ্গারামপুরের গাজন সন্ন্যাসীদের হাজরা দেখতে কয়েকশত মানুষ ভিড় জমায় গঙ্গারামপুরের এই শ্মশান গুলিতে। এ বিষয়ে দত্তপাড়া বারোয়ারি দেল পূজা কমিটির সম্পাদক রাকেশ সাহা বলেন বলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *