নোয়াপাড়া, নিজস্ব সংবাদদাতা:- প্রেমিকার সাথে প্রনয় ঘঠিত কারন নিয়ে স্ত্রি সংগে বিবাদ।আর সেই বিবাদের জেরেই গলা টীপে শ্বাসরোধ করে খুন করলো স্ত্রি পম্পা চাটার্জি কে । অভিযুক্ত BSF কর্মি শ্রীনগরে কর্মরত।নোয়াপাড়া থানার পুলিশ তাকে আটক করে জেরা করছে। মৃতের পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের মেয়ে কে অত্যাচার করছিলো তাদের জামাই দীপংকর চাটার্জী।অবৈধ প্রেমের প্রতিবাদ করায় তাকে গলা টিপে খুন করে।
অবৈধ প্রেমে বাধা, স্ত্রি কে গলা টীপে খুনের অভিযোগ কর্মরত BSF কর্মির বিরুদ্ধে, নোয়াপাড়া থানার পুলিশ আটক করলো অভিযুক্ত BSF কর্মি কে।

Leave a Reply