পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে কুবাই নদীর উপরে থাকা ব্রিটিশ আমলের ব্রিজটি বিপদজনক অবস্থায় ছিল বহুদিন,ওভার ব্রিজ করে দেওয়ার কারণে রেলের তরফে ২৪ শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে রেলগেট,এর ফলে সমস্যায় পড়তে পারে পার্শ্ববর্তী ডুকি সহ একাধিক গ্রামের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদের দাবি রেলগেটের পাশে সংকীর্ণ রাস্তা ছাড়তে হবে রেলকে,এই দাবি নিয়ে এই দিন রেলগেটের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ ও চন্দ্রকোনারোড বিড হাউসের পুলিশ,তবে লিখিত আকারে সমস্ত দাবি রেল দপ্তরকে জানানো হবে বলে স্থানীয়দের তরফে জানানো হয়েছে,তবে এলাকার সাধারণ মানুষের বক্তব্য তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের নামার পাশাপাশি রেল অবরোধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কুবাই রেলগেটের পাশে রাস্তার দাবিতে কুবাই রেলগেট অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের ।

Leave a Reply