নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — জেলা জুড়ে চলছে,বিভিন্ন জায়গায় মাটি মাফিয়া দের পুকুর ভরাটের কাজ।কখনো রাতে বা কখনো দিনে এমনই ছবি এলো বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার মির্জাপুর এলাকায় মাটি ভরাট আটকে দিল ভূমি ও ভূমির সংস্কার দপ্তরের আধিকারিক। এদের সংবাদ মাধ্যমে খবর করতেই নড়েচড়ে বসে প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা ব্লকের ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিক পিযুষ কান্তি জানা। বামনগোলা জুড়ে বেশ চলছে রমরমিয়ে চলছে পুকুর ভরা এর কাজ। ইতিমধ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পরে সেই পুকুর ভরাটের ছবি সেই খবর জেনেই নড়ে চড়ে বসলো পপ্রশাসনের আধিকারিকরা বন্ধ করে দিলে পুকুর ভরাটের কাজ।
বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার মির্জাপুর এলাকায় মাটি ভরাট আটকে দিল ভূমি ও ভূমির সংস্কার দপ্তরের আধিকারিক।

Leave a Reply