নক্ষত্র পতন বলিউডে, প্রয়াত অভিনেতা ইরফান খান,শোকস্তব্ধ বলিউড।

0
713

দেবারতী গোস্বামীঃ-করোনা বিধ্বস্ত ভারতবাসী এখন একটাই ভোরের দিকে তাকিয়ে এক করোনা মুক্ত ভোর| কিন্তু কে জানত এরকম একটা বিষাদময় ভোর কড়া নাড়বে বুধবার?? ইহজগতের মায়া কাটিয়ে, অগণিত ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইরফান খান| মাত্র 53 বছর বয়সে| মঙ্গলবার অভিনেতার হাসপাতালে ভর্তির খবর শঙ্কার মেঘ তৈরি করেছিল বলিউডের আকাশে| সূত্রের খবর কোলনে মারাত্মকভাবে ইনফেকশনের জন্য মঙ্গলবার হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরী ভিত্তিতে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতলে আইসিইউতে ভর্তি করা হয় অভিনেতা ইরফান খান কে| তার অবস্থা সংকটজনক থাকায় চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন| কিন্তু বুধবার সকালেই সব শেষ| হাসপাতালেই প্রয়াত হলেন বলিউড কাঁপানো অভিনেতা ইরফান খান| সকলকে কাঁদিয়ে চলে গেলেন পরলোকে| দিন কয়েক আগেই জয়পুরে প্রয়াত হয়েছিলেন এই প্রতিভাবান অভিনেতার মা |দেশজুড়ে লকডাউন জারি থাকায় মুম্বাই বসেই ভিডিও কনফারেন্সের মায়ের শেষকৃত্যের সাক্ষী থাকতে হয়েছিল অভিনেতাকে| মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকতে না পেরে মন ভারাক্রান্ত ছিল ইরফানের|কিন্তু কেইবা জানত যে মায়ের মৃত্যু ঠিক এক সপ্তাহের মধ্যেই নিয়তি লিখে রেখেছিল এক অন্য গল্প| যে গল্পে মায়ের ইহলোক বিদায়ের কিছু দিনের মধ্যেই ছেলেও বিদায় জানালেন পৃথিবী কে|

প্রসঙ্গত 2018 শেষ দিকে সময়টা ভাল যাচ্ছিল না অভিনেতার| সেই বছরই জানা যায় শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ এক বিরল ক্যান্সার নিউরো এন্ডোক্রাইন টিউমার| তার মাঝেই শুটিং শেষ করেছিলেন আংরেজি মিডিয়ামের কিন্তু সেই ছবির প্রচারে তিনি থাকতে পারেননি, কারণ চিকিৎসার জন্য তিনি চলে গিয়েছিলেন বিদেশে| গত মাসেই লকডাউন এর কিছুদিন আগেই মুক্তি পায় আংরেজি মিডিয়াম |বিভিন্ন মহলে এবং দর্শকদের মধ্যে প্রশংসিত হয় ছবিটি| প্রশংসিত হয় অভিনেতা ইরফান খান এর অসাধারণ অভিনয়| তখন কেউই স্বপ্নেও কল্পনা করতে পারেননি এই ইংরেজি মিডিয়ামে হবে তাঁর অভিনীত শেষ ছবি| আর কোনদিন ও বলিষ্ঠ চেহারা ও দীপ্ত কন্ঠ নিয়ে রুপালি পর্দায় হাজির হবেন না অভিনেতা ইরফান খান| রেখে গেলেন তার স্ত্রী সুতপা এবং দুই পুত্রকে| তার মৃত্যুর খবর নিশ্চিত করে টুইট করেছেন পরিচালক সুজিত সরকার| অভিনেতা ইরফান খান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি|

2013 সালে পান সিং তোমার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জিতে নিয়েছিলেন নেশনাল ফিলম ফেয়ার আওয়ার্ডস | 2011 সালে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী |আইফা অ্যাওয়ার্ড জিতেছিলেন চারবার| এছাড়াও তার অভিনয় দক্ষতা ঝুলিতে রয়েছে প্রচুর পুরস্কার|
অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়ে গেছেন পান সিং তোমার, লাইফ অফ দ পাই, পিকু, লাঞ্চ বক্স, আংরেজি মিডিয়াম, তলোয়ারের, মতো বহু সুপারহিট সিনেমা| বলিউডের পাশাপাশি হলিউডেও তিনি দাপিয়ে বেড়িয়েছেন| কিংবদন্তি অভিনেতা ইরফান খানের প্রয়াণে এক শূন্যতা সৃষ্টি হলো শোকস্তব্ধ বলিউডে| বলিউডের আসমান থেকে খসে পড়লো এক উজ্জ্বল নক্ষত্র তা বলাই বাহুল্য|