তোমার জন্য :: মীনাক্ষী বন্দোপাধ্যায়।।

0
580

ছুটছি আমি ছুটছি পাগল পারা
সে আমাকে ডাক পাঠালো আজ
তোমার কাছে যাবার এমন তাড়া
না আয়োজন, নেই তো কোনও সাজ;
অচেনা এক নিরুদ্দেশের পথে
এ না জানি কেমন ভালোবাসা
মিষ্টি মুখের দুষ্টু চাহনিতে
আমায় বললে দেবো তোমায় সাজা;
আমার কি দোষ বুঝতে পারি না যে
ভালোবাসা আছে মনের মাঝে
গড়িয়ে চলে আপন নদীর বেগে
দিন চলে যায়, বয়ে চলে রাত।

তোমার মনের দুয়ার বন্ধ কেনো সাঁঝে……
কতবার যাই ছুটে যাই কাছে ,
দূরে থাকার কথা বলো বারে বারে
আমার মনটা আমি বুঝেও বুঝি না যে;
কেনো মনটা আমার তোমার দিকে
ধেয়ে চলে নদীর বেগে
সকাল দুপুর, বিকেল,
করলো ভালোবাসায় স্নান;
মন খারাপের দিন গুলো সব
খুঁজলো পথের গান……
নূতনের মাঝে আমি আজ পুরাতন
তবু, হাসি দেখি, আলো দেখি
দেখি খুশির ঝলক।

মনের মাঝে তোমার স্মরণ নিয়েই
কাজের মাঝে থাকি অপেক্ষাতে,
আছো মনটা জুড়ে ওগো অদেখা,
অচিন পুরের পথিক;
খুলবই তোমার মনের দুয়ার
চলবো, না চেনা পথে ঠিক…
জানি অলীক তুমি নও, মিথ্যা তুমি নও, তুমি আছো হয়ে ভালোবাসার এক রূপ;
পথ খুঁজছি আজও রাজা
ক্লান্তি আমি, আর দিও না সাজা…..
এবার আমায় দেখাও তোমার স্বরূপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here