একুশ শুধু ডাকছে আমায়, একুশ যে দেয় হাতছানি
একুশ যে এক আন্দোলনের নাম
একুশ মানে শহীদ দিবস, ভাষা দিবস আজ জানি
একুশ আমার বেঁচে থাকার প্রাণ।
একুশ জানে করতে লড়াই, একুশ শুধুই একটা দিন
একুশে আজ মাতৃভাষায় বান,
একুশ শুধু তোমার আমার, চুকিয়ে দেওয়া একটু ঋণ
একুশ হলো ভাষার ঐকতান।
একুশ আজ ডাক দিয়েছে,বাঁধ ভেঙেছে ভাষায় আজ
একুশে পাই মায়ের ভাষার ঘ্রাণ,
একুশ যে আজ বিশ্ব জুড়ে, মাতৃভাষার ছন্দে সুরে
একুশে গাই বিশ্বমায়ের গান।
একুশ শুধু থাকবে অমর, রফিক সালাম বরকতে
একুশ শুধু আমাদের স্বাভিমান,
একুশ মানে রক্তে রাঙানো, জব্বার ও সফিউল
একুশে আজ ভাষা যে পেয়েছে প্রাণ।