রাষ্ট্র ভাষা বাংলা চাই
এটাই মোদের দাবি,
এই ভাষাতে লিখন লিখি
কবিতা লিখে কবি ।।
।।
মাতৃভাষায় উঠে রবি
চন্দ্র উঠে রাতি,
সন্ধ্যা বেলায় মা জননী
জ্বালায় বাংলা বাতি ।।
।।
উঠো খোকা পড়তে বসো
সকাল হলো আজি,
পাকিস্থানি দেশ ছেয়েছে
যুদ্ধে ধরো বাজি ।।
।।
ওরা নাকি উর্দুকে আজ
করবে রাষ্ট্র ভাষা,
তাই যদি হয় বাংলাদেশে
হবেরে সর্বনাশা ।।
।।
ইয়াহিয়া, ভুট্টো পালা
পালারে খান টেক্কা,
সাপলুডু আজ খেলবো দেশে
পাবিরে আজ অক্কা ।।
।।
বাংলা ভাষা করতে জয়ী
শহীদ হলেন যাঁরা,
সালাম, জব্বার, রফিক, শফিক
ভাষার জীবন তাঁরা ।।
।।
রক্ত দিয়ে রেখে গেছ
বাংলা ভাষা মান,
নাঙ্গা পায়ে স্মরণ করি
তোমাদের অবদান ।।
হৃদয়ে আছে ভাষার শহীদ
মিনারে সম্মান ।।
১৩ পৌষ * ২৮১২১৯ * ঘুমঘর ঢাকা / বাংলাদেশ