অক্ষর সোপান কাব্য কার লেখা দুটি কবিতা : মনোরঞ্জন আচার্য।।

0
641

শিরোনামঃ–শহীদ স্মরণে

বাংলার ঘরে,
একুশ এসেছে
শহীদের স্মরণে
পলাশের লাল রঙ
বাংলা ভাষার অন্তরে,
অমর হবে ধরাতে
মিষ্টি মধুর ভাষা
শহীদদের কে
ভুলতে পারে।

শিরোনামঃ– ঋণ

তোমরা রবে
আমরণ কাল
আমাদের অন্তরে
তোমরা বীর সৈনিক
একুশে ফেব্রুয়ারি হবে,
স্মরণে বরণে নেবে
শুধু আপন করে
বাংলার প্রজন্ম
ঋণ শুধাবে।