গেরস্থালি কুটনোকোটা শিখিনি কোন কাজও
রান্না-বান্না ঘর- কন্না সব নিয়ম ক’রে আজও ll
পোলাও-কোর্মা পোস্ত বড়া সেসব অনেক দূর
কোনমতে ভাতের হাঁড়ির টগ- বগানো সুর ll
সঙ্গে দুটো আলুর টুকরো এটাই আমার সীমা
এরই মধ্যে ভাত পুড়ে যায় আগুন করি ঢিমা ll
তবুও ঢালি প্রতিদিনই এক মুঠো চাল বেশি
যদি ফেরে রফিক সালাম জব্বার প্রতিবেশী ll
প্রতিরাতেই পড়ে থাকে হাঁড়ির নিচে ভাত
বর্ণমালার বাহান্ন সুর শুনেই কাটাই রাত ll
এক মুঠো চাল বেশি তো নি’ হাভাতের সংসারে
রফিক সালাম ফিরে এলেই একটু খেতে পারে ll