এসো ব্রজেশ্বরী : বোধিসত্ত্ব।

0
480

একটা সঘন লাবণ্যে সকালটা টুকটুকে হয়ে আছে, যার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লেগে আছে বাসন্তী মায়া।

একটু পরেই তো বৃন্দাবনী আনন্দ আর পিচকিরিতে পথ-উঠোন মিলনসাগর হয়ে যাবে ।

রাইকিশোরীর অঘোষিত খুশির জোয়ারমাখা মন হয়ে ওঠবে আতসবাজির আকাশ।

আর কত পলাতক থাকা যায়?
বসন্ত যে আজ হাতের মুঠোয়।

এসো ব্রজেশ্বরী,
খেলা হোক অন্তরে অন্তরে, গভীরে গভীরে।

শুধু দুচোখ বুজে একটিবার পরমাপ্রকৃতি হয়ে দ্যাখো একতারা বাউলের অতুল স্পর্শে নদী আর তুমি তফাতহীন হয়ে গেছ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here