অবাক পৃথিবী : প্রসেনজীৎ চট্টোপাধ্যায়।

0
618

এ কেমন দৃশ্য দেখালি বিশ্ব ! মৃত উৎকর্ষ
পলকেই ক্লেশে পরিণত হয় ক্ষণিকের হর্ষ ।
স্মৃতির চিত্র বড় বিচিত্র নিত্য সে বদলায়
চিত্তে বা চোখে কিংবা সে বুকে জেগে থাকে তমসায় ।

যত দেখে তত ভাবে বিস্ময়ে ছাত্রসুলভ মন
বৈচিত্র্যে বিরল বসুন্ধরা পাঠশালার মতন ।
কেউ নিরুপায় বড় অসহায়, কেউ ধনী অতিশয়
দেখি ক্রীত খ্যাতি, যশ ও উপাধি, বিকৃত বোধদয় ।

কেউ ভবঘুরে মোহের শহরে, কেউ কাড়ে কারো গ্রাস
কেউ বা খবরে, কেউ বা কবরে, কেউ জীবন্ত লাশ ।
নেই বিশ্বাসে আছে কারাবাসে স্বস্তির নিঃশ্বাস
অধমেরই ঘরে অধোগতি করে নির্ভয়ে সহবাস ।

নীতি আর প্রীতি সুখময় স্মৃতি হয়তো বা পরিহাস
হয়তো বা তারা দ্বীপান্তরিত নয়তো বা ক্রীতদাস ।
বৈভবে ঢাকা ভাগ্যের চাকা অতি দ্রুত বেগে ধায়
যোগী আর ত্যাগী বিতাড়িত অনাবৃষ্টির সাহারায় ।

দূষণের দেশে প্রশাসনও দেখি শোষণের ভূমিকায়
অতি কৌশলে পীড়িতর সনে প্রতারণা করে যায় ।
পরমাণু বোমা করে গবেষণা বিনাশের বিজ্ঞান
হয়তো বা সখ করে গবেষক হারিয়েছে সজ্ঞান ।

দেখি মহামারী জীবনের তরী নোঙর করেছে প্রায়
পৃথিবীটা আজ থমকে দাঁড়িয়ে অজ্ঞাত ঠিকানায় ।
হয়তো প্রকৃতি পৃথিবীরই কোলে নেবে চিরতরে শ্বাস
মর্তে মানুষ পারবে কি নিতে বুকভরা নিঃশ্বাস ??

কবি – প্রসেনজীৎ চট্টোপাধ্যায়
শেওড়াফুলি, হুগলী জেলা, পশ্চিমবঙ্গ
02/06/2021
copyright@Prasenjit Chatterjee