সন্ধ্যাটা ধীরে ধীরে এগিয়ে এসেছিলো পাহাড়টাকে আলিঙ্গন করতে,
খুব দীর্ঘ সেই আলিঙ্গন, অকৃত্রিম, নির্ভেজাল, নি়ঃস্বার্থ সে ভালোবাসা।
জোৎস্নার আলোতে কুচকুচে কালো পাহাড়ে চাঁদের ঝকমকে হাসিটা দেখে তখন ভারী ভাল লাগছিল,
প্রেম’কে জয় করা সন্ধে কখনো লুকোচুরি খেলছিল মেঘের সাথে, কখনো আবার চাঁদের আঁচলে মুখ ঢেকে।
হঠাৎ একটা ঝড় কোথা থেকে এসে সব লন্ডভন্ড করে দিল, চাঁদটা ভয়ে আশ্রয় নিল মেঘের আড়ালে, ঝড়টা অট্টহাসিতে পাহাড়টাকে বলল, চল ছুঁড়ি আজ সারারাত তোকে ভালবাসবো।
অনেক পরে থেমে গেল ঝড়,চাঁদ উঠলো আকাশে।
কিন্তু বিধ্বস্থ,লাঞ্ছিত,ধর্ষিত পাহাড়টার কাছে আর ফিরে এলো না তার ভালোবাসার সন্ধেটা।
এখন যে মাঝরাত।