বদল : শিপ্রা দে।

0
517

দু-কুল ভাঙ্গার যন্ত্রণা সব ভুলে
ঠোঁটের কোণে সাজিয়ে রেখে হাসি
নতুন করে জানুক লোকে আবার
একটুখানি হবো ডিপ্লোম্যাসি।

মন কেমনের কথাগুলো থাকুক
বুকের ভেতর থরের মরুভূমি
দুচোখ বেয়ে আসেও যদি বৃষ্টি
মানবো না তো মনের গোয়ার্তুমি।

জানবে না আর কেউ কোনদিন আমায়
মন পাড়াতে তন্নতন্ন করে
খোঁজেও যদি আগের আমিটাকে
চান্স দেবো না ঢুকতে মনের ঘরে।

যত দুঃখ লুকিয়ে থাক ভেতর
মান,অভিমান আঘাত,কষ্ট ক্ষত
কেউ না জানুক অনুভূতি গুলো
ভালো থাকুক সবাই নিজের মতো।

না হয় এবার নতুন করে জানুক
থমকে দাঁড়াক বদল গুলো দেখে
কেমন ভাবে স্রোতস্বীনী নদী
পলি বুকে বয়ে যেতে শেখে।

অনেকখানি কষ্ট হবে জানি
এমন করে বদল করে নিতে
যে কটা দিন আছে জীবন বাকি
চাইনা কাউকে দুঃখ কষ্ট দিতে।

কেউ বোলোনা তখন দেখে আমায়
কেমন করে বদলে গেছি আমি
স্বার্থপরতার এই দুনিয়ায়
সত্যি বলছি জানি না ভণ্ডামি।

লিখে যাবো না হয় খাতার পাতায়
জানতে চেলে দেখে নিও তখন
আমার সৃষ্টি পাণ্ডুলিপি খুলে
কি ছিল তা মনের অভিলিখন।