অকাল বৃষ্টি : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
575

তোমার এ উদ্দাম যৌবনের পাগল ঝোরা বৃষ্টিধারায় বিব্রত আশ্বিনের
সোনাঝরা দিন, বোঝ না?
নিয়মের , শৃঙ্খলার, বেড়া ভেঙ্গে বছরের দিনগুলোর উঠোন জুড়ে করছো
উড়ন্ত দাপাদাপি, কেনো?
ভোরের শিশিরকেও চোখ রাঙাচ্ছ আজ?
স্নিগ্ধ, শান্ত, শিউলির ঝরে পড়ার আগেই তাকে করছো বৃন্ত্চ্যুত?
এ কেমন অত্যাচার?
কাশের বনও পায়নি ছাড়া আজ, সংযত হও, সংযত হও,
হাজার মানুষের ব্যাকুল আনন্দাতুর দৃষ্টি আছে অপেক্ষায়।
শ্রাবণের ক্ষ্যাপামিকে বাঁধো,
বেঁধে রাখো তাকে।