কৈশোরের গালিচা : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
516

এসো, এসো না,একটু বসো;
কৈশোরের গালিচাটা দাও পেতে
সামনের উঠোনটায় ।
এই গালিচায় বসলেই বুঝবে
নেই চিন্তা, নেই দুঃখ,নেই সমস্যার
মজার দেশে গেছো পৌঁছে ।
তখন মাথার নোনা ঘাম, কই
গড়িয়ে আসত না কো নাক বেয়ে।

শুধু ছিল হাসি আর গল্পো
আনন্দের ছিল না অধিবধি।
উঠো না গালিচা ছেড়ে
উঠলেই ওই বিষণ্ণ জানালার
কাঁচ ঠেলে চলে যাবে সে।
সেই কৈশোরের জলছবিটা
যেতে দিও না তাকে, ওই
ফিরে দেখাবে,তোমার দাদু ঠাকুমাকে।।