জন্ম মৃত্যু : তরুণ মজুমদার।

0
696

জন্ম হলে মৃত্যুর ও ঠিকানা লেখা থাকে ।
একটি জন্ম বা মৃত্যু  নাস্তিকের ব্যকরণে ।
মৃত্যুর পরে জন্ম শুনেছি আস্তিকের মুখে ।
বিশ্বাস অবিশ্বাসের আবহে দোটানা মনে ।
মনেহয় এসবের উর্দ্ধে ও কিছু আছে ।
জীবনের চক্রবুহ্যে মৃত্যুর হিসাব কে রাখে ?
শিশুমনকে বিষাক্ত করে হিংসার বীজ রোপন করে,
বড় হতে হবে সকলকে পিছনে ফেলে ।
সরলতার মৃত্যু হল বুঝি সেদিনে ।
ধনীর ছেলেটা কুৎসিত ব্যঙ্গ করে ময়লা জামা বন্ধুকে ।
আদর্শের মৃত্যু হল ততক্ষনে ।
বাবার ঘুষের টাকায় বড় হওয়া ছেলেটা বুঝতে শেখে
চুরি করে পেতে হয় অন্যায়ভাবে ।
সততার মৃত্যু হয় বাবার দৌলতে ।
ভালবেসে প্রতিশ্রুতি বিসর্জন দিয়ে
বিয়ে করে বাবা মায়ের পছন্দের ধনীর মেয়েকে ।
প্রেমের মৃত্যু হয়ে যায় অনায়াসে ।
নিজেরটা গুছিয়ে নিয়ে , অন্যকে বিপদে ফেলে
ভালথাকার প্রেরণায় মৃত্যু হয় স্বার্থপরতাতে ।
শেষে একদিন সব মৃত্যুকে সাথে নিয়ে
সব কিছু ফেলে দিয়ে অন্তিম শয্যায় মৃত্যু হয় নীরবে ।