এবার যুদ্ধ গোলাবারুদ, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে নয়
এখন সবচেয়ে বড় শত্রু পাশের প্রতিবেশী দেশ।
অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর এখনও সেই আলোচনার চূড়ায় অবস্থিত।
সবাই বলেছিল যুদ্ধ থেমে যাবে, আজ সত্যিই যুদ্ধ থেমেছে ;
কিন্তু প্রতিবেশীদের দিন দিন রণকৌশল বদল।
বোমা-গুলিতে আহত মৃতের সংখ্যা খুবই নগন্য আজ।
ভাইরাস আক্রান্ত মানুষ পাঠাচ্ছে নিজের প্রতিনিধি হিসাবে-
একরাতে সমস্ত পুরোনো যুদ্ধের পরিসংখ্যান ওলট-পালট।
তৃতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতেও চলছে হিন্দু-মুসলিম বিরোধীতা।
রক্ত থেকে মজ্জার ভেতর ছড়িয়ে পড়ছে করোনা জেহাদ।