আজ থাক : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
482

আজ থাক।
আগামীর ভাবনারা আজ
আছে চেয়ে অতীত
আনন্দের চোখে।
স্বপ্নে আতুর ভূমিতল আজ
আনন্দে উত্তাল
আনন্দ আজ আসবে বলে
সান্ধ্য আকাশের উড়ানে
চড়ে বসেছে জানি………….
আজ থাক।
হেমন্তের কুয়াশা ঘিরে রেখেছে
শ্মশানটাকে
সেখানেও অপেক্ষায় আনন্দ
সচ্চিদানন্দের সঙ্গে মিলনের আনন্দ আজ।
নেশা ধরা কুয়াশার ঝিম গন্ধটা;
ভিজে স্নিগ্ধ হয়ে উঠেছে,
সেই চাদরে জড়িয়ে নেবো নিজেকে…………
আজ থাক
সত্যের বৃষ্টিতে ভিজবে বলে
মনের আনন্দ নিয়েছে প্রস্তুতি।
দুয়ারে দাঁড়িয়ে পূর্ণিমার
আনন্দ মাখা পূর্ণতা।।