নদিয়ার কৃষ্ণনগরের আমরা আন্তরিক সংস্থার পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক থ্যালাসেমিয়ার প্রচার।

0
428

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- থ্যালাসেমিয়া এমন একটি রোগ যেটি মানুষ ইচ্ছা করলেই এই রোগটিকে নির্মূল করতে পারে। প্রথমত যদি একটি থ্যালাসেমিয়া বাহক পুরুষ বিয়ের আগে পরীক্ষা করার তিনি যে মহিলাকে বিবাহ করেছেন তার থ্যালাসেমিয়া আছে কিনা, যদি না থাকে, সেক্ষেত্রে তাদের আগামী প্রজন্মের আর এই রোগ হবার ভয় থাকবে না। কিন্তু যদি দুজনেই থ্যালাসেমিয়া বাহক হন, তাহলে তাদের আগামী প্রজন্মের এই রোগ হবার বেশিরভাগই চান্স থেকে যায়। এই বিষয় নিয়ে “আমরা আন্তরিক “একটি সংস্থা কৃষ্ণনগরে প্রচার চালায়।