আসন্ন কলকাতা করপোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে পথে নামলো WBCUPA রাজ‍্য কমিটি।

0
989

মহীতোষ গায়েন,কলকাতা:- ১৯ডিসেম্বর কলকাতা করপোরেশনের নির্বাচন,বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি তুঙ্গে।পৌর উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রচারে এবারো পথে নামলো WBCUPA রাজ‍্য কমিটি।
গতকাল ১৩১ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের
প্রার্থী মমতা ব‍্যানার্জীর আশীর্বাদধন‍্যা রত্না চ‍্যাটার্জী এবং ১০৬ নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অরিজিৎ দাস ঠাকুরের সমর্থনে প্রচার কর্মসূচিতে পথে নামে ওয়েবকুপা রাজ‍্য কমিটি।

এদিনWBCUPA-র পক্ষ থেকে ওয়েবকুপা কলকাতা জেলা কমিটির ইনচার্জ ও বিশিষ্ট রাজনৈতিক আলোচক অধ্যাপক পলাশ বন্দ্যোপাধ্যায় উক্ত দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন‍্য প্রচার কর্মসূচির পথসভায় তৃণমূল কংগ্রেসের পৌর উন্নয়নের ধারা বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন।এছাড়া এই পথসভাগুলিতে বক্তব্য রাখেন উক্ত দুই প্রার্থীসহ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সাংসদ সুখেন্দু শেখর রায় ও WBCUPA-র অন‍্যান‍্য নেতৃত্ব।

WBCUPA -র রাজ‍্য সভাপতি অধ্যাপিকা কৃষ্ণকলি বসু সংবাদ মাধ্যমকে জানান,আমরা এবারের মত প্রথম থেকেই বিগত সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার লক্ষ্যে পথে নেমে প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছি।আসন্ন পৌর নির্বাচনে সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সর্বস্তরের জনসমাজের কাছে ঐকান্তিক আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here