নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- জাওয়াদের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির মুখে এলাকার চাষিরা, ঋণ নিয়ে চাষ করে কার্যত সমস্যার মুখে এলাকার চাষিরা, সেই ঋণ মুকুবের দাবি নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর ধলহারা অঞ্চলের ধলহারা সমবায় সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শন করলো এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা, তাদের দাবি ঋণ মুকুব করতে হবে, এই সম্বন্ধে ধলহারা সমবায় সমিতির পক্ষ থেকে নীহাররঞ্জন রায় জানান তারা কৃষকদের এই বিক্ষোভ কে সমর্থন করেন। প্রায় এক কোটির উপর লোন ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে উক্ত সমিতি থেকে। কৃষকদের দাবি এই দাবিকে তারা সমর্থন জানিয়ে দিন আশ্বাস দিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষ বা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক জানিয়েছেন এবং ওখানকার আধিকারিকেরা এসেছিলেন কথা বলতে। তবে আগামী দিনে এইসব ক্ষতিগ্রস্ত চাষীদের ঋণ মুকুব করা হয় তাহলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এলাকার চাষিরা, এমনটাই জানাচ্ছেন এলাকার চাষিরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা কৃষকদের কৃষিঋণ মুকুবের দাবিতে কেশপুরের ধলহারা সমবায় সমিতির সামনে বিক্ষোভ ক্ষতিগ্রস্ত চাষীদের।