ফুলের হিমঘর চালু সহ পাঁশকুড়া ফুলবাজারের পরিকাঠামো উন্নয়নে সভা।

0
308

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- সরকারি উদ্যোগে নির্মিত রাজ্যের অন্যতম পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ফুলবাজারের হিমঘর অতি সত্বর চালু এবং বাজারের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবিতে শুক্রবার পাঁশকুড়া ফুলবাজারে ফুলবাজার পরিচালন সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। এই দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান তথা তমলুকের এস.ডি.ও. শৌভিক ভট্টাচার্য, হটিকালচার দপ্তরের উপ অধিকর্তা স্বপন শীট, সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,পাঁশকুড়া-১ ব্লকের বি ডি ও ধেনদুপ ভুটিয়া,পৌরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র প্রমূখ। সভায় অতি সত্বর লকডাউন পিরিয়ডে চুরি হয়ে যাওয়া হিমঘরের যন্ত্রাংশ নূতন করে লাগিয়ে হিমঘর চালু,বাজারে সন্ধ্যে ছটা থেকে ভোর ছয়টা পর্যন্ত অন্ততঃ সিভিক পুলিশের নিয়োগ,ফুলবাজারে পৌরসভার লাগানো হাই মাস্ট লাইট অবিলম্বে মেরামত প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং ডিসেম্বর মাসের শেষে ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের যুক্ত করে একটি জরুরী সভা আহ্বান করারও সিদ্ধান্ত হয়। এতে এলাকার ফুল চাষিদের অনেক সুবিধা হবে, এবং লাভের মুখ দেখতে পাবে এলাকার ফুল ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here