ডোমজুড়ের রাজীব ব্যানার্জি কে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।

0
295

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : ডোমজুড়ের রাজীব ব্যানার্জি কে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ঘটনার সূত্রপাত গত বিধানসভা নির্বাচনে রাজীব ব্যানার্জি বিজেপির হয়ে ডোমজুড়ে প্রার্থী হয়েছিলেন বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর রাজিব ব্যানার্জি ভোল বদলে আবার তৃণমূলে চলে আসেন। সুদূর ত্রিপুরায় গিয়ে তিনি দলবদল করে তৃণমূলে যোগদান করেন, সেই খবর জানাজানি হতেই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। সলপ এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এর মৃত্যুতে তার বাড়িতে শোক জ্ঞাপন জানাতে আসতেই রাজীব ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রাজীব ব্যানার্জি বিরুদ্ধে রাজীব ব্যানার্জি দূর হট স্লোগান গদ্দার মীরজাফর রাজীব ব্যানার্জি দূর হট স্লোগান তুলতে থাকেন । বাধা পেয়ে চলে যেতে বাধ্য হন ডোমজুরের প্রাক্তন বিধায়ক। সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান সুবীর ঘোষ গতরাতে প্রয়াত হন।তার পরিবারকে সমবেদনা জানাতে আজ আসেন রাজীব ব্যানার্জি। তখনই বিক্ষোভের মুখে পড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here