তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে “চোখের আলো” অভূতপূর্ব সাড়া প্রান্তিক মানুষের।

0
357

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- চোখ মানুষের কাছে একটি অমূল্য সম্পাদ। সেই চোখের যত্ন নিতে এবার রাজ্য সরকারের বিশেষ প্রদক্ষেপ ” চোখের আলো”। এই কর্মসূচীর মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার মানুষকে ফ্রিতে চক্ষু পরীক্ষা ও ঔষধ, চশমা প্রভৃতি প্রদান করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ যাতে চোখের রোগে আক্রান্ত না হয় তার জন্য এই বিশেষ উদ্যোগ। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় শনিবার তাম্রলিপ্ত পুরসভার উদ্যোগে তাম্রলিপ্ত সুস্বাস্থ্য কেন্দ্রে” চোখের আলো” পরিষেবা প্রদান করা হয়। ২৫০ জন মানুষ সেই পরিষেবা গ্রহন করে। রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ। প্রতিমাসে একবার করে এই পরিষেবা চালু থাকবে বলে তাম্রলিপ্ত পুরসভা পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here