নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়ঁগা খোকলাবস্তি এলাকায় বুনো হাতি হানা দিয়ে ভেঙ্গে দিল ঘর, প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে দৌড়ে পালালো বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে জয়ঁগা এক নং গ্ৰাম পঞ্চায়েতের খোকলাবস্তি এলাকায়। জানা গিয়েছে, গতকাল রাত প্রায় দুটো নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে। বুনো হাতি এলাকার বাসিন্দা সুজাতা সান্থালের ঘড়ে হানা দেয় এবং ঘরটি ক্ষতিগ্রস্ত করে এবং ঘরে থাকা চাল,গম রেশনের সামগ্ৰী সাবার করে দেয়। এদিন সুজাতা সান্থাল জানান, রাত দুটো নাগাদ বুনো হাতি এসে আমার ঘর ভাঙতে শুরু করে ওই সময় আমরা ঘর ছেড়ে পালিয়ে যাই । সুজাতা সান্থাল আরো জানান বুনো হাতি আমাদের ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে এখন এই শীতের রাতে পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাড়াবো।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়ঁগা খোকলাবস্তি এলাকায় বুনো হাতি হানা দিয়ে ভেঙ্গে...