শান্তিপুর ব্লকে এই প্রথম প্রাথমিক বিদ্যালয়য়ে সিসি ক্যামেরা উদ্বোধন করতে গিয়ে বিধায়ক ঘোষণা করলেন মডেল স্কুল হিসাবে।

0
425

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সোমবার শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের ডঃ রমেশচন্দ্র বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে স্কুলের নিরাপত্তা সুরক্ষার চিন্তা করেই এই উদ্যোগ স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের। তারি শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজের হাতেই সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করলেন বিধায়ক। পাশাপাশি স্কুলপড়ুয়াদের ক্লাসরুমে প্রবেশের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অংকনের মাধ্যমে এক সৌন্দর্যায়ন সিঁড়ি তৈরি করেছেন, তারাও উদ্বোধন করলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আশ্বাস দেন, আগামী দিনে এই প্রাথমিক বিদ্যালয় টিকে তিনি মডেল স্কুল গড়ে তুলবেন। স্বভাবতই বিধায়কের এই আশ্বাসে যথেষ্টই খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here