উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- সন্তান বিহীন মা সন্তান পেলেন ঘটনাকে নিয়ে চাঞ্চল্য ও উৎসাহ দেখা গেল সন্তান বিহীন মায়ের।
কে বা কাহারা কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে চলে যায় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর এক নাম্বার গ্রাম অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দাসিয়া পীর বন্ধু এলাকায়।
এই এলাকার ভাগ্যক্রমে এক গৃহবধুর বিয়ের ১৭ বছর হয়ে গেলো কোন সন্তান নেই । কন্যা সন্তান কে পেয়ে খুশি। গ্রামবাসীদের বক্তব্য রয়েছে যে মহিলাটি সন্তান পেয়েছে তার কাছে সন্তান থাক। সন্তানহীন মা বাচ্চা টি ভালো ভাবে মানুষ করবে। গৃহবধূ বাচ্চাকে পেয়ে খুশিও গৃহবধূ বলে বাচ্চাকে নিজের সন্তানের মত মানুষ করবে।
এলাকাবাসী ও গৃহবধূ আবেদন প্রশাসন থেকে যেন এই বাচ্চা যে সন্তানহীন মা পেয়ে ছে সে মায়ের কাছে যেন থাকুক ।
Leave a Reply