১৯তম সাঁওতালি ভাষা দিবস উদযাপন করা হয় মালদহের হবিবপুরে।

0
417

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আদিবাসী ভাষা দিবস। সেই পরিপ্রেক্ষিতে ১৯তম সাঁওতালি ভাষা দিবস উদযাপন করা হয় মালদহের হবিবপুরে।মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা হবিবপুর। তাই মালদা জেলা আদিবাসী সংস্কৃতি সুরক্ষা কমিটির উদ্যোগে আজ বুধবার হবিবপুর ব্লকের কেন্দপুকুর বাদল মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯ তম আদিবাসী ভাষা দিবস পালন করা হয়। এদিন ঐ আদিবাসী ভাষা দিবস উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মধ্য দিয়ে এই অনুষ্ঠান করা হয়।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন আদিবাসী নৃত্য, তীর ধনুক নিক্ষেপ, সহ একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানের শেষে ফুটবল খেলার আয়োজন করা হয় ফাইনালে কানতুকা ও খেজুরিয়া দুই টিমের ফাইনাল খেলা হয়। বিজয়ী হয় গাজলের খেজুরিয়া রানার্স হয় কানতূকা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হবিবপুর বিধানসভা বিধায়ক জয়েল মূমু,মতিলাল কিসকু,সুনিরাম হেমব্রম,গোপাল চন্দ্র সাহা বিধায়ক মালদা, চিনময় দেব বর্মন বিধায়ক গাজোল,গনেশ মার্ডি সহ অন্যান্যরা। খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।