লোন শোধ করতে না পারায় হাস্কিং মিল সীল করলো ব্যাঙ্ক এর আধিকারিকেরা।

0
339

আবদুল হাই , বাঁকুড়াঃ আজ শুক্রবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই দুই নং অঞ্চলে ঝিকনাড়া গ্রামে বোঁয়াই চন্ডি বর্ধমান রোডে মর্ডানাইজ হাস্কিং মিল কে বাজেয়াপ্ত করলো এসবিআই ব্যাঙ্কের পৃর্ববর্ধমান জেলারSARB বর্ধমান ব্যাংকের শাখার স্টাপেরা।এই ঘটনার জেরে এলাকায় একটা চাপা উত্তেজনা তৈরি হয়।ইন্দাস থানার বিশাল পুলিশ বাহিনী ও ইন্দাস ব্লকের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী উপস্থিতিতে ব্যাংকের আধিকারিকরা ওই মিলকে শিল করে।বিশেষ সূত্র মারফত যানা গেছে ওই এসবিআই ব্যাংকে কয়েকলক্ষ টাকা লোন করেছিলেন মিলের মালিক সেই দেনা তিনি শোধ করতে না পারায়
সেই জন্যে ব্যাংকের তরফ থেকে মিলটি শিল করে দেওয়া হয়।ওই ব্যাংকের এক আধিকারিক বলেন, ওই মিল মালিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছিলেন। তিনি শোধ করতে পারেনি।তিনি আরও যানান যে ডি এম এর অনুমতি নিয়ে আর ইন্দাস থানার পুলিশের সাথে ও ইন্দাসের বিডিও উপস্থিতি তে মিলটি সীল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here