বড়দিন উপলক্ষে সেজে উঠেছে রানাঘাট বেগোপাড়ার ক্যাথলিক চার্চ।

0
324

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- বড়দিন উপলক্ষে সেজে উঠেছে রানাঘাট বেগোপাড়ার ক্যাথলিক চার্চ।যীশুখ্রিস্টের জন্ম দিবস উপলক্ষে প্রতি বছরই নানা রঙে সেজে ওঠে নদীয়ার অন্যতম প্রাচীন এই চার্চ।সেজে ওঠে গোশালাও। নদিয়া ছাড়াও বিভিন্ন জায়গা থেকে রানাঘাট বেগোপারা চার্চে প্রার্থনা করতে এবং ঘুরতে আসেন বহু মানুষ। এই বছরও বড়দিনের উৎসবের অনুষ্ঠান হচ্ছে কোভিড বিধি মেনে। চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে সকলের কাছে আবেদন করা হয়েছে তারা যেন কোভিড বিধি মেনে চার্চে প্রবেশ করেন। এককথায় বড়দিনের সকাল থেকেই আনন্দ উৎসবে মাততে সবদিক থেকে প্রস্তুত রানাঘাট বেগোপাড়া চার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here