সারদা মায়ের 169তম জন্মতিথি, জয়রামবাটিতে অগুনিত মানুষের ঢল।

0
623

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ রবিবার সারদা মায়ের 169 তম জন্মতিথি বাঁকুড়ার জয়রামবাটিতে।
তবে এবার কোভিড এর জন্য মুখে মাস্ক পরে প্রবেশ করছেন দর্শনার্থীরা , দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে এসেছেন ।মায়ের দর্শন করে হাতে শুকনো প্রসাদ নিয়ে বাড়ি ফিরছেন সকলে।
দিনভর সারদা মায়ের মন্দিরে নানা অনুষ্ঠান। বিশেষ পুজো, যজ্ঞ, আরতি, ভক্তিমূলক গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সন্ধ্যা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here