আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আশুতোষ পল্লী এলাকার সাহিদা খাতুন এর কঠিন জীবন সংগ্রাম।

0
519

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-বতর্মানে দিনমজুরি করে সংসার চালান সাহিদা খাতুন। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আশুতোষ পল্লী এলাকার এই মহিলা আজও শীত-গ্রীষ্ম-বর্ষা, বছরের ৩৬৫ দিনই জমিতে দিনমজুরের কাজে যান। কারণ সেই কাজ করে ওই সামান্য যা টাকা মিলে, সেই টাকা দিয়ে তার সংসার চলে। জানা গিয়েছে, সাহিদা খাতুনের ছোট সংসারে দুই মে ও এক ছেলে রয়েছে তার সংসারে। প্রায় ১০ বছর আগে তার স্বামী ভিন্ন রাজ্যে কাজে যায় তার পর থেকে কোন যোগাযোগ নেই তার সাথে। এদিন সাহিদা খাতুন বলেন, এখন পর্যন্ত কোনও সরকারি সুবিধা পায়নি তিনি। সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন তিনি। তিনি আরো বলেন, তার এক ছেলে ও দুই মেয়ে আর তিনি মোট চার জনের পরিবার। একটি মাত্র ভাঙাচোরা ঘরেই কাটছে তাদের জীবন। অন্যের জমিতে ধান কেটে, কখনও আবার দিনমজুরি করে সংসার চালান। তাও বেশিরভাগ সময়েই মেলে না কাজ। রেশন ছাড়া সরকার থেকে সুযোগ-সুবিধা মেলেনি বলেও অভিযোগ তার।”