নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-জাতীয় সড়ক মেরামতের দাবিতে ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসীর সাথে রাস্তা অবরোধে শামিল গ্রাম পঞ্চায়েতের প্রধানও। নদীয়ার কৃষ্ণনগর চকদিগনর পঞ্চায়েতের অন্তর্গত ইঁটলেতে আনুমানিক এক ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত এলাকাবাসী। তাদের দীর্ঘদিনের দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই 34 নম্বর জাতীয় সড়ক মেরামতির কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। বিভিন্ন পথদুর্ঘটনা এবং ধুলোয় এলাকাবাসী অতিষ্ঠ। অবশেষে আজ ওই এলাকার মহিলা বৃদ্ধ শিশু থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য এবং প্রধানও পথ অবরোধের সামিল হন। পথ অবরোধ হওয়ার সাথে সাথেই কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। যান চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় বিক্ষুব্ধদের উচ্চপদস্থ আধিকারিক এর সাথে সংস্কারের বিষয় আশ্বস্ত করিয়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরাতে সক্ষম হয়।
Leave a Reply