কিষান ক্ষেত মজদুর শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতির তালিকা প্রকাশ ব্লক সভাপতির।

0
386

মনিরুল হক, কোচবিহার: কিষান ক্ষেত মজদুর শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতির তালিকা প্রকাশ করলেন ব্লক সভাপতি।জানা যায় বুধবার মাথাভাঙ্গা দুই নং ব্লকের ব্লক পার্টি অফিসে প্রেস কনফরেন্স করে ব্লকের দশটি অঞ্চলের কিষান ক্ষেত মজদুর শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতির নাম ঘোষণা করেন ব্লকের কিষান ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি সৈয়দর রহমান। এই দশটি অঞ্চল তথা ফুলবাড়ী অঞ্চল সভাপতি মনোনীত হয় শ্যামল রায়, বড়ো শৌলমারী অঞ্চল সভাপতি মনোনীত হন পরিমল বর্মন, লতাপাতা সন্তোষ মজুমদার, ঘোকসাডাঙ্গা অনিমেষ বর্মন, রুই ডাঙ্গা রানা প্রতাপ চৌধরী, উনিশ বিশা মোঃ জাছির উদ্দিন মিয়া, প্রেমের ডাঙ্গা দীপক নন্দী, নিশিগঞ্জ ১ সোহন লাল চৌহান, নিশগঞ্জ ২ কানাই বর্মন, পারুডুবি মোঃ মহিরুদ্দিন মিয়া যথাক্রমে অঞ্চল সভাপতি মনোনীত হন। এই বিষয়ে মাথাভাঙ্গা দুই নং ব্লকের কিষান ক্ষেত মজদুর শ্রমিক সংগঠনের সভাপতি সৈয়দর রহমান বলেন আজকে আমরা আজকে অঞ্চল কমিটির সভাপতি ঘোষণা করলাম এর পরবর্তীতে আমরা অঞ্চলে অঞ্চলে সম্মেলন করে দলকে শক্তিশালী করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here