মুকুল রায় শারীরিক এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, দল থেকে পাপ বিদায় হয়েছে : অর্জুন সিংহ।

0
437

নদীয়া-কৃষ্ণনগর, নিজস্ব সংবাদদাতা:- মুকুল রায় শারীরিক এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই পাপ বিদায় হয়েছে ভালো হয়েছে। বিজেপির নদিয়া উত্তরের পৌরসভা নির্বাচন সংক্রান্ত সাংগঠনিক বৈঠক শেষে কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় কে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। উল্লেখ্য নির্বাচন কমিশন আগামী 27 ফেব্রুয়ারি জেলার প্রতিটি পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা করেছেন। সেইমতো ইতিমধ্যেই কয়েকটি রাজনৈতিক দল তাদের পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। নির্বাচনে নদীয়া জেলায় তাদের কর্মীরা কিভাবে কাজ করবেন, কিভাবে বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে সেই বিষয়ে এদিন নদিয়া উত্তর সাংগঠনিক বৈঠকে ধুবুলিয়া থানার অন্তর্গত একটি বেসরকারি লজে উপস্থিত হন বিজেপি সাংসদ অর্জুন সিং। সেখানে কৃষ্ণনগর উত্তর এর বিধায়ক মুকুল রায়কে দলত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুকুল রায় শারীরিক এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। দলের কিছুটা ভুল ছিল এরকম একজন মানুষকে প্রার্থী করা। পাপ বিদায় হয়েছে ভালো হয়েছে।
পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী পৌরসভা নির্বাচনে আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না। প্রতিটি ওয়ার্ডে আমরা প্রার্থী দেবো। আমাদের কর্মীদের বলব আরো বেশি করে মাঠে ময়দানে নামতে যাতে তৃণমূলের অত্যাচার রুখে দেওয়া যায়। প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here