শীতলকুচি ধর্ষণ কাণ্ডে নিয়ে সাংবাদিক সন্মেলনে মাথাভাঙ্গা পুলিশ আধিকারিক।

0
461

মনিরুল হক, কোচবিহার: শীতলখুচিতে কলেজ ছাত্রী গণধর্ষন কান্ড নিয়ে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে করলেন মাথাভাঙা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ধর্ষণ কান্ডে অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সুপার জানান, ধর্ষণ কান্ডে ব্যবহৃত গাড়ি উদ্ধারের পাশাপাশি যে বাড়িতে ঘটনাটি ঘটেছিল সেই বাড়িটিকে চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে। ঘটনার পুনঃনির্মাণ করতে ফরেনসিক টিমের সহায়তার আবেদন করা হয়েছে দ্রুত ফরেনসিক টিম এসে ঘটনার পুনঃ নির্মান শুরু করবে। ধর্ষণকান্ডে অভিযুক্ত ২ যুবক প্রথমে গাঢাকা দিয়ে কোলকাতা যায় এবং সেখান থেকেই তারা দেশ ছেরে পালিয়ে যাবার পরিকল্পনা করে এবং পুলিশের একটি তদন্তকারী দল অভিযুক্তদের মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে মেখলিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

বর্তমানে নির্যাতিত কলেজ ছাত্রীসুস্থ রয়েছে বলেন জানান অতিরিক্ত পুলিশ সুপার। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন শীতলখুচী থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ তদন্তকারী দলের পুলিশ আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here