পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– পুলিশি অত্যাচারের প্রতিবাদে পথ অবরোধ ও পুলিশ ফাঁড়ি ঘিরে বিক্ষোভ বিক্ষুব্ধ জনতার। ঘটনা গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের কৌশল্যা ফাঁড়ি এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল।অভিযোগ সেই মুহূর্তে হটাৎ ফাঁড়ির এক পুলিস এসে ওই যুবকের হাত থেকে মোবাইল কেড়ে ভেঙে দেয়।এর পাশাপাশি ওই যুবককে ধরে কৌশল্যা ফাঁড়ি নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।ঘটনা জানাজানি হতেই আজ উত্তেজিত হয়ে যায় এলাকাবাসী।কৌশল্যা পুলিশ ফাঁড়ির সামনে দফায় দফায় চলে বিক্ষোভ ও পথ অবরোধ।ওই যুবককে যে থানার মারধর করা হয়েছে তা স্পষ্ট প্রমান যুবকের শরীরে দেখা মিলছে।বছরের প্রথমদিনে এই ঘটনায় উত্তেজনা ছড়ায়।
ঘটনার খবর পেয়ে ওই ফাঁড়িতে আসেন খড়গপুর শহরের বিধায়ক হিরন।
ফাঁড়ির ভেতরে সিসিটিভি লাগানোর দাবি তুলেছেন।এই ঘটনার জেরে থমথমে এলাকা।
Home রাজ্য দক্ষিণ বাংলা পুলিশি অত্যাচারের প্রতিবাদে পথ অবরোধ ও পুলিশ ফাঁড়ি ঘিরে বিক্ষোভ বিক্ষুব্ধ জনতার।