জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ হাত জোড় করে মাস্ক পরার আহ্বান জানাচ্ছে যুব তৃণমূল কংগ্রেসেরকর্মীরা।বুধবার সকালে 14নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা বউ বাজার এলাকায় যারা মাস্ক পড়েনি তাদের মাস্ক পড়িয়ে মানুষ কে সচেতনতা করেন।এই দিন কয়েক শতাধিক মানুষ দের মাস্ক পড়িয়ে দেন তারা।পাশাপাশি স্যানেটাউজার ও বিলি করছেন তারা।