বীরভূম পথপ্রদর্শক এর পক্ষ সাইথিয়ার শহরের বেশ কিছু দোকানের বাইরে সচেতনতা মূলক পোস্টারিং করা হয়।

0
350

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- করোনা বাড়বাড়ন্ত এর জন্য ইতি মধ্যেই বীরভূম জেলার সব পৌরসভায় আংশিক লক ডাউনের ঘোষণা করেছে বীরভূম জেলা প্রশাসন। এদিন বীরভূম পথপ্রদর্শক এর পক্ষ সাইথিয়ার শহরের বেশ কিছু দোকানের বাইরে সচেতনতা মূলক পোস্টারিং করা হয়। এদিন সংস্থার কর্মকর্তা রা সামাজিক দূরত্ব তা বজায় রেখে সমস্ত রাস্তা ঘাট হাসপাতাল থানা দোকান পাঠ এর বাইরে এই পোস্টার লাগাই তারা, এছাড়াও পথ চলতি সাধারণ মানুষদের মাস্ক বিতরণ করা হয় ও তাদের সচেতন করা হয়। সংস্থার পক্ষ থেকে আরো একটি উদ্যোগ নিয়েছে , দুঃস্থ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ পত্র তাদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় দশটির বেশি পরিবারের করোনা আক্রান্ত মানুষের কাছে ঔষধ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তারা। প্রথম ঢেউ এর জনতা কর্ফিউ এর দিন থেকে তারা গোটা জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে মানুষের পাশে থেকেছে, এইবারও তার ব্যতিক্রম হয়নি, প্রথম আংশিক লক ডাউন এর দিন থেকেই এবারও তারা পথে। সংস্থার পক্ষ থেকে শুভ কর ও সৌরভ দাস জানান, আমরা যেকোনো পরিস্থিতিতে মানুষদের পাশে থাকতে ব্দ্ধ পরিকট, যত কঠিন পরিস্থিতি ই আসুক না কেনো আমরা পথে নেমেই কাজ করেছি, আগামীদিনেও করবো।
ছবি ও তথ্য -সুকান্ত রায়, বীরভূম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here