নিজস্ব সংবাদদাতা, মালদা:--রাজ্যে জুরে দিনের পর দিন মহামারী করোনা ভাইরাস বেড়েই চলেছে ।রাজ্যের পাশাপাশি মালদাতেও আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন প্রশাসনিক কর্তা সহ মালদা জেলার বাসিন্দারা। বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় অভিযানে মালদা জেলার হবিবপুর থানার পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে হবিবপুর থানার পুলিশ হবিবপুর থানার মালদা নালাগোলা রাজ্যে সড়কের আইহো বাস স্যান্ডে ধরপাকর শুরু হয় মাস্ক বিহিন প্রায় সাত জন ব্যাক্তিকে আটক করা হয়। পথচলতি মানুষকে মাস্ক পরার সচেতনতা বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সচেতন করার পরেও যে সমস্ত মানুষ পুলিশের আইন অমান্য করে রাস্তায় চলাফেরা করছেন তাদের হবিবপুর থানার বিভিন্ন জায়গায় থেকে আটক করা শুরু হয়েছে।
Leave a Reply