বিদ্যালয়ের গেটের সামনে আন্দোলন অভিভাবকদের।

0
295

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-  বিদ্যালয়ের গেটের সামনে আন্দোলন অভিভাবকদের।গতকাল ভর্তির দাবিতে রাস্তায় বসে আন্দোলন দেখিয়েছিলেন অভিভাবক অভিভাবিকারা । আজ ও ভর্তি হতে পারেনাই ছাত্র রা। আজ ভেবেছিলেনপ্রধান শিক্ষকের সাথে কথা বলবেন কিন্তু স্কুলে যেতে তাদের চোখ কপালে ওঠার মতো। 11 টা বেজে গেলেও স্কুলের গেটে তালা ঝুলছে। তাই তারা স্কুলের গেটের সামনে ন্যায় বিচারের আশায় দাঁড়িয়ে রয়েছেন। তাদের বক্তব্য ছোট থেকে ফনীইন্দ্র দেব বিদ্যালয়ে পড়াশোনা করেছে চতুর্থ শ্রেণি পর্যন্ত ।কিন্তু পঞ্চম শ্রেণীতে ভর্তি নেওয়া হচ্ছে না, তারা আরো জানায় স্কুল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে মাত্র 150 জনের ক্যাপাসিটি রয়েছে। তাতে 250 জন নেওয়া সম্ভব হবে না। এবার যদি তাদের ছেলেদের সেই স্কুলে ভর্তি না হয় তাহলে তারা গেটের সামনে ধর্নায় বসবেন।