বিবেকানন্দের জন্মদিবসে শীতার্ত অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিল নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন।

0
257

আবদুল হাই, বাঁকুড়াঃ সমাজে এখনো এমন কিছু মানুষ রয়েছেন যাদের শরীরের পোশাক টুকুও কেনার সামর্থ্য নেই। সেই সমস্ত অসহায় দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের ধরমপুর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন নবদিগন্ত। নবদিগন্তের উদ্যোগে আজ ধরমপুর বাসষ্ট্যান্ডে প্রায় ৭০ জন শীতার্ত দুঃস্থ অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হল। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা দিলীপ বাগদী জানান, “বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ থেকে আমাদের কম্বল প্রদান অনুষ্ঠান শুভ সূচনা হল আজ এখানে আমরা প্রায় ৭৫-৮০ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করলাম এছাড়াও আগামীতে আমরা যে সমস্ত গরীব মানুষেরা শারীরিকভাবে অক্ষম এখানে এসে কম্বল নিতে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে আমরা কম্বল বিতরণ করে আসবো”।বাগানপাড়া,শালুকার বাসিন্দা মনা হাঁসদা,মুলি সরেনরা এই শীতে বিনামূল্যে কম্বল পাওয়ায় খুব খুশী।