আবদুল হাই, বাঁকুড়াঃ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বাঁকুড়া জেলার কোতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দিল এসএফআই এবং ছাত্রছাত্রীরা তাদের দাবি পানশালা নয় পাঠশালা খুলতে হবে তার পাশাপাশি তারা আরো আওয়াজ তোলেন খেলা মেলা সবই হচ্ছে তাহলে পাঠশালার দরজা বন্ধ কেন ? এছাড়াও তারা আরো বলেন ছাত্র-ছাত্রীদের বাসে ছাড় দিতে হবে অনলাইনে ক্লাস হওয়ায় মোবাইলের ডাটা খরচ বহন করতে হবে সরকারকে। প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের বাড়িতে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। যে সকল ছাত্র-ছাত্রী স্কুল ছুট হয়েছে তাদের স্কুলমুখী করতে হবে । আরো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কোতুলপুর বিডিও নিকট ডেপুটেশন দিল ছাত্রছাত্রীরা ও বাম সংগঠন এসএফআই। সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ইতিবাচক সাড়া মিলেছে বলেই জানালেন এসএফআই সদস্যরা।