মাদকের বিরুদ্ধে দিনরাত তল্লাশি অভিযান,২৬ কেজি গাঁজা,১৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ২।

0
382

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং —মাদক দ্রব্য পাচার কিংবা বিক্রির জন্য আন্তর্জাতিক আঁতুড়ঘর গড়ে উঠেছে জীবনতলা থানার অন্তর্গত ঘুঁটিয়ারীশরীফ এলাকা।প্রতিদিনই মাদক দ্রব্যের রমরমা ব্যবসা চলে।সেই মাদক ব্যবসা বন্ধ করতে তৎপর হল পুলিশ প্রশাসন।বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার ঘুঁটিয়ারীশরীফ ফাঁড়ির ওসি ফারুক রহমানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার সকাল থেকে সারারাত এলাকায় তল্লাশি অভিযান চালায়।ধরপাকড় করা হয় মাদক ব্যবসায়ীদের।দিনরাত তল্লাশি অভিযানে ঘুঁটিয়ারীশরীফের নবপল্লি থেকে পুলিশের হাতে ধরা পড়ে দুই মাদক কারবারী।ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। ধৃত মুসলিমা মোল্লা ও রমজান লস্করের বাড়ি ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির অন্তর্গত বাঁশড়ার নবপল্লি এলাকায়।তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পুলিশ সুত্রের খবর বাজেয়াপ্ত মাদক দ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা।
তবে এই ঘটনায় অভিযুক্তদের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে কিংবা কোন আন্তর্জাতিক মাদক পাচার চক্র জড়িত রয়েছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ।