খড়ের গাদায় আগুন , দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

0
305

ময়নাগুড়ি, ১৯ জানুয়ারি : বড় সর অগ্নিকান্ডের হাত থেকে রেহাই। ময়নাগুড়ি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বুধবার ময়নাগুড়ির সাপ্টিবাড়ি গ্রাম পঞ্চায়েতের জাবরামালি এলাকায় এই আগুন লাগার ঘটনাটি ঘটে। জানা গেছে স্থানীয় বাসিন্দা মহঃ রফিকের বাড়ির খড়ের গাদায় আনুমানিক ৩ টা নাগাদ আগুন লাগে। এরপর দ্রুত খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে । পরে দমকল কর্মীদের চেষ্টায় এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের আবর্জনা পোড়ানোর আগুন থেকেই এই দুর্ঘটনা ঘটে। যদিও খড়ের গাদা ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। এই বিষয়ে ময়নাগুড়ি দমকলের ওসি কৃষ গোপাল ঘোষ বলেন, ” আমাদের কাছে আগুন লাগার খবর আসে। আমরা দ্রুত সেখানে আসার চেষ্টা করি। প্রথমে রানীরহাট মোড় হয়ে আসার চেষ্টা করলে হাইট বারের জন্য ঢুকতে সমস্যা হয়। পরে অন্য রাস্তা হয়ে ঘুরে আসি। এখানে তেমন কিছু ক্ষতি হয়নি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here