পৌরসভার হতকারী সিদ্ধান্তের জন্য আজ সবজি চাষীদের বড় ধরনের ক্ষতির সামনে পড়তে হয়েছে।

0
422

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পৌরসভার হতকারী সিদ্ধান্তের জন্য আজ সবজি চাষীদের বড় ধরনের ক্ষতির সামনে পড়তে হয়েছে।সোমবার জলপাইগুড়ি পৌরসভা ঘোষণা করে আজ শহর পুরোটাই বন্ধ থাকবে।কিন্তু গতকাল সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায় জলপাইগুড়ি পৌরসভা।নতুন ভাবে ঘোষণা হয় করোনার বিধিনিষেধ গতকাল দিনবাজার এলাকায় থাকবে।ফলে সবজি চাষী থেকে সবজি বিক্রেতারা আজ ভেবেছিল বাজার বন্ধ।কিন্তু আজ বাজার খোলা ।এর ফলে দূরদূরান্ত থেকে সবজি বিক্রেতারা বাজারে আসেনাই।আগামীকাল ও বন্ধ।ফলে চরম লসের সামনে পড়তে হচ্ছে এই সমস্ত ছোট থেকে বড় ব‍্যবসায়ী ও চাষীদের।এই বিভেষিকার মধ্যে ক্রেতারাও আজ আসেনাই বাজারে।ফলে একরকম শূন্য ছিল বাজার।বাজারে কোন ধরনের ভিড় দেখা যায় নি।