উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- সবাই বলো স্কুল খোলো। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিবেকান্দ মোড়ে সবাই বলো স্কুল খোলো এই স্লোগান কে মাথা রেখে এবিপিটিএ কালিয়াগঞ্জ শাখার পক্ষে গন সাক্ষার অভিয়ান , অবস্থা বিক্ষোভ ও প্রতিকি পথ অবরোধ কর্ম সুচি আয়োজন করা হয়। এই কর্মসুচি তে উপস্থিত হয়েছিলেন জেলা এবিপিটিএ সম্পাদক কৃষ্ণনেন্দু রায় চৌধুরী, জেলা সহ সমপাদক ধুব পাল, জেলা সহ স্মপাদক অয়ন দত্ত, সার্কেল ১ সমপাদক কৌশিক তালুকদার সহ অনান্যরা।
Leave a Reply