নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাত দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন দিল রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি।তাঁদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল রানাঘাট টাউন আউটডোরে রানাঘাট মহাকুমা হাসপাতাল থেকে ডাক্তার পাঠানো বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে। অবিলম্বে চিকিৎসক পাঠাতে হবে টাউন আউটডোরে। রানাঘাট মহকুমা হাসপাতালে এক্সরে ফিল্ম নেই বেশ কিছুদিন ধরে, যার ফলে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা বিপাকে পড়ছেন। অবিলম্বে হাসপাতালে এক্সরে ফ্লিমের ব্যবস্থা করতে হবে। এবং রানাঘাট মহকুমা হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন বসাতে হবে।একইসঙ্গে কোভিড পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষকে আরো বেশি তৎপর হতে হবে।এই সমস্ত সাত দফা দাবির ভিত্তিতে রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারের কাছে এদিন ডেপুটেশন দেয় রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি।এদিন তাঁরা হাসপাতালের মূল গেটে কিছুক্ষন অবস্থান বিক্ষোভও করে।তবে উদ্ভূত পরিস্থিতিতে যে দাবিগুলো উঠে এসেছে সেগুলো সম্পর্কে বেশকিছু আশ্বাস দিয়েছেন রানাঘাট মহকুমা হাসপাতালে সুপার প্রহ্লাদ অধিকারী।
Leave a Reply