জাতি বিদ্বেষ মন্তব্য করার অভিযোগে সবং কলেজের এক অধ্যাপক কে গ্রেপ্তার করলো সবং থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- গ্রেফতার করা হল সবং কলেজের এক অধ্যাপক কে । পশ্চিম মেদিনীপুর জেলার সবং সজনীকান্ত মহা বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নির্মল বেরাকে গ্রেপ্তার করল সবং থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে, জাতি বিদ্বেষ মূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, জাতিগত বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ দায়ের হয়েছিল থানায়। পোয়া আইনে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, একটি আলোচনাচক্রে অধ্যাপক নির্মল বেরা যে মন্তব্য করেছিলেন, তাতে বিদ্বেষমূলক আচরণ প্রকাশ পেয়েছিল বলে অভিযোগ তোলেন কলেজের আর এক অধ্যাপিকা। অধ্যাপিকা কলেজের অধ্যক্ষের কাছেও অভিযোগ জানান। যা নিয়ে তোলপাড় হয় কলেজে। তবু অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে আদিবাসী সংগঠনও। আদিবাসী সমাজের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল টানা আন্দোলন করে। কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য ঘেরাও কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছিল। তাতেই নড়চড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। তার জেরে গত বছর ১৭ ডিসেম্বর নির্মল বেরাকে সাসপেন্ডও করা হয়েছিল। এবার পুলিশ নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে গ্রেফতার করল অধ্যাপককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *